কেএমপির পক্ষ থেকে দরিদ্রদের মাঝে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান
আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : ৮ আগস্ট রবিবার সকাল ১১:৩০ ঘটিকায় খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র) বয়রাস্থ পুলিশ লাইন্সে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ২৪১ জন দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সহায়তা কার্যক্রমে ২৪১ জন দরিদ্রদের প্রত্যেককে (নগদ ২০০ টাকা, ০৭ কেজি চাল, ০১ কেজি ডাল, ০২ কেজি আলু, ০১ কেজি পেঁয়াজ, সর্বমোট-১১ কেজি পরিমাণ) বিতরণ করা হয়। উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপি’র মান্যবর পুলিশ কমিশনার জনাব মোঃ মাসুদুর রহমান ভূঞা মহোদয়।
কেএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ মাসুদুর রহমান ভূঞা মহোদয় ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে তার বক্তব্যে বলেন, “করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তার ও লকডাউনকে কেন্দ্র করে পরিবহন শ্রমিক ও অসহায় মানুষ যারা খাদ্যের অভাবে কষ্ট করছে, আমরা তাদের পাশে দাঁড়িয়েছি।”
উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব এসএম ফজলুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) জনাব মোহাম্মদ এহ্সান শাহ; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) জনাব বিএম নুরুজ্জামান, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) জনাব রিয়াজ উদ্দিন আহমেদ, পিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) জনাব শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোহাম্মদ তাজুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) জনাব মোঃ কামরুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) জনাব মনিরা সুলতানা; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সোয়াট) জনাব মোঃ মারুফাত হুসাইন; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ শাহ্ জাহান শেখ, পিপিএম; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব সোনালী সেন; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (ফোর্স) জনাব খন্দকার লাবনী-সহ সহকারী পুলিশ কমিশনারবৃন্দ, অফিসার ইনচার্জবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) মুখপাত্র অতিরিক্ত উপ – পুলিশ কমিশনার ( এডিসি, মিডিয়া এ্যান্ড কমিউনিটি পুলিশিং ) মোঃ শাহ্জাহান শেখ ৮ আগষ্ঠ রবিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লেখিত তথ্য নিশ্চিত করেন ।