দেশজুড়ে

নওগাঁয় বঙ্গমাতার জন্মদিবস পালন

মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে বঙ্গমাতার প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আহসান হাবীব, নতুন যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু ও রাবেয়া রহমান পলি, উপজেলা কৃষি অফিসার অরুন চন্দ্র রায় প্রমূখ।

শেষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় ৭ জন দু:স্থ নারীর হাতে ৭টি সেলাই মেশিন তুলে দেন আলহাজ মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button