ঘোড়াঘাটে শিক্ষক জুলফিকার আলী আর নেই
ঘোড়াঘাট( দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা ছয়ঘট্টি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক, ঘোড়াঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা,ঘোড়াঘাট ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি জুলফিকার আলী ছট্টু( ৪২) আর নেই ( ইন্না-লিল্লাহী ——— রাজিউন)
রোববার সকাল ৭ টায় রংপুর প্রাইম হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ দিন ডায়াবেটিস, কিডনি, হার্ট,ফুসফুস রোগে আক্রান্ত ছিলেন।
তিনি উপজেলার চোপাগাড়ী গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে, ঘোড়াঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল বাশার এবং ঘোড়াঘাট উপজেলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুট্টু র সহোদর ভাই। মৃত্যুকালে স্ত্রী,২ ছেলে, ১ মেয়ে, ভাই -বোন, অসংখ্যক ছাত্র-ছাত্রী, বন্ধু -বান্ধব সহ শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার মৃত্যু তে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রাফে খন্দকার সাহানশা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সদের আলী খন্দকার, দপ্তর সম্পাদক সাংবাদিক মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, সদস্য আবদুর রহিম, সাবেক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এস এস রবিউল ইসলাম, ঘোড়াঘাট পৌর আওয়ামী লীগের সভাপতি ইউনুস মন্ডল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুট্টু, ঘোড়াঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনারুল ইসলাম, পালশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হামিদ, সমাজ সেবক ও আওয়ামী লীগ নেতা কাজী ইসমেত আহমেদ রুশ্ দ চৌধুরী, সরকারি আইনজীবী কাজী মাহবুব সোবহানী চৌধুরী, ছয়ঘট্টি দাখিল মাদ্রাসার সুপার আলতাফ হোসেন।