শ্রীনগরে ইউনিয়ন ভিত্তিক কোভিট-১৯ টিকা প্রদান
আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ইউনিয়ন ভিত্তিক কোভিট-১৯ টিকা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ইউনিয়নগুলোর ১, ২, ৩নং ওয়ার্ড (সাবেক ১নং ওয়ার্ড) অনুসারে এই টিকা প্রদান কর্মসূচি শুরু হয়।
জানা গেছে, উপজেলার ১৪টি ইউনিয়ন দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম দিকে ষোলঘর, বাঘড়া, ভাগ্যকুল, রাঢ়িখাল, কোলাপাড়া, পাটাভোগ, আটপাড়া, তন্তর ও কুকুটিয়াসহ ৯টি ইউনিয়নে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়।
অপরদিকে বাকি ৫টি ইউনিয়নে আগামীকাল (৮ আগস্ট রবিবার) সকাল থেকে উপজেলার বাড়ৈখালী, হাঁসাড়া, বীরতারা, শ্যামশিদ্ধি ও শ্রীনগর সদর ইউনিয়নে কোভিট-১৯ টিকা প্রদান কার্যক্রম শুরু হবে।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও স্থানীয় ইউনিয়ন পরিষদগুলোর সার্বিক সহযোগিতায় কোভিট-১৯ টিকা কেন্দ্রগুলোতে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। শনিবার ৯টি ইউনিয়নের আওতায় ৫ হাজার ৪০০ জন নারী পুরুষ করোনা টিকা গ্রহন করেছেন।