দেশজুড়ে

বান্দরবানে অজ্ঞাতনামা এক মহিলার গলাকাটা লাশ উদ্ধার

রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে অজ্ঞাতনামা গলাকাটা এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে।

৭ ই আগস্ট শনিবার আনুমানিক রাত ১০.৩০ মিনিটে বান্দরবানের রাজবিলা ইউনিয়নের গলাচিপা এলাকায় জাহাঙ্গীরের বাগানের পাশে রাস্তার ধার থেকে এ লাশ উদ্ধার করা হয়।

রাস্তার পাশে লাশ দেখতে পেয়ে পথচারীরা পুলিশ প্রশাসনকে বিষয়টি অবগত করলে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে । বর্তমানে লাশটি ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এই বিষয়ে বান্দরবান সদর থানার দায়িত্বরত এসআই মির্জা নুর আলমের সাথে কথা বললে তিনি জানান পুলিশ প্রশাসন খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে । আমরা ঘটনার সত্যতা জানার চেষ্টা করছি তবে লাশটি কার এবং কোথা থেকে এসেছে এ বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। আমরা ঘটনার সত্যতা যাচাই করে পরে আরও বিস্তারিত জানাবো।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button