দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জের ৪৫টি ইউনিয়নে একযোগে করোনা টিকাদান ক্যাম্পেইন শুরু

ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের ৫উপজেলার ৪৫টি ইউনিয়নে ও ৪টি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে একযোগে করোনা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।

এদিকে ক্যাম্পেইনের প্রথমদিন প্রতিটি টিকাদান কেন্দ্রে উপচেপড়া ভিড় দেখা গেছে। সকাল ৯টায় সদর উপজেলার ১নং বালিয়াডাঙ্গা ইউনিয়ন কাউন্সিলে এই কর্মসূচির উদ্বোধন করেন চেয়ারম্যান মোঃ তরিকুল ইসলাম। অন্যান ইউনিয়নেও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানরা এই কর্মসূচির উদ্বোধন করেন।

এদিন প্রতি ইউনিয়নে ৬’শ জন করে করোনা ভ্যাকসিন প্রদান করা হয়। ইউনিয়ন পর্যায়ে টিকা পেয়ে আনন্দ প্রকাশ করেছেন টিকা গ্রহণকারী নারী-পুরুষ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button