দেশজুড়ে

মির্জাগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে ডোবার পানিতে ডুবে এক শিশুর মুত্যু হয়েছে।
শনিবার(৭ আগস্ট) সকাল সাড়ে ১১ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর সুবিদখালী গ্রামে এ দূর্ঘটনা ঘটে।

মৃত শিশুর নাম সাফায়াত হোসেন লাম(৭) সে উত্তর আমড়াগাছিয়া গ্রামের বাসিন্দা ও সুবিদখালী মহিলা কলেজের প্রভাষক মোঃ ফিরোজ আলমের একমাত্র ছেলে এবং সুবিদখালী প্রি-ক্যাডেট নূরানী তালীমূল কুরআন মাদ্রাসার প্রথম শেণীর ছাত্র।

স্থানীয় সূত্রে যানা যায়, মোঃ ফিরোজ আলম পরিবার নিয়ে উত্তর সুবিদখালী ভাড়া বাসায় থাকেন। বাস সংলগ্ন বালুর মাঠে ফুটবল নিয়ে খেলতে যায়। কিছুক্ষন পর তার বাবা খোঁজ করতে গেলে মাঠের পাশে ডোবায় বল ভাসতে দেখে সেখানে নেমে খোঁজাখুাঁজ শুরুকরে। এক পর্যায়ে সাফায়াতকে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button