মোরেলগঞ্জে ১৭ টি কেন্দ্রে করোনা টিকা প্রদান কার্যক্রম শুরু
শেখ সাইফুল ইসলাম কবির : বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর সভা সহ ১৬ ইউনিয়নের ১৭ টি কেন্দ্রে করোনা টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। শনিবার পৌর সভার এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রমের উদ্ধোধনীতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর ্আলম ও পৌর মেয়র এসএম মনিরুল হক তালুকদার।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, কোভিট-১৯ ভ্যাকসিন সাধারণ মানুষের দ্বার প্রান্তে পৌছে দিতে ইউনিয়ন পর্যায়ে ৭ আগষ্ট থেকে ৩দিন ভ্যাকসিন প্রদান করা হবে। প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ৩টি বুথে ৬শ মানুষকে টিকার আওতায় আনা হবে। প্রতিটি কেন্দ্রে ৬জন টিকাদানকারি, ৯ জন স্বেচ্ছাসেবক কাজ করছে। ১৭ টি কেন্দ্রের ৫১ টি বুথে প্রতিদিন ১০ হাজার মানুষকে টিকা দেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে স্বাস্থ্য কর্মী, পুলিশ, আনসার, গ্রামপুলিশ, স্বেচ্ছাসেবক, ও স্কাউট টিম সার্বিক সহোযোগিতায় থাকবে।