সরিষাবাড়ীতে ব্রীজের সংযোগ সড়ক ভেঙ্গে দূভোর্গে ৫০ গ্রামের মানুষ
তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী (জামালপুর)প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে গত বন্যায় ও চলতি মৌসুমে ভারী বষর্ণে ও দীর্ঘদিন যাবত প্রশাসনের নাকের ডগায় ব্রীজের নিচ থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে। ফলে শিশুয়া-বাঘমারা ব্রীজের সংযোগ সড়ক ভেঙে যায়। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে।
এছাড়া সংযোগ সড়কটি ভেঙে যাওয়ায় হুমকির মুখে পড়েছে ব্রীজটি। জরুরী ভিত্তিতে সংযোগ সড়কটি সংস্কার করে ব্রীজটি রক্ষার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এলাকার সচেতন মহলের অভিযোগ উপযুক্ত বরাদ্দ পেয়েও অদৃশ্য কারণে কেন সংযোগ সড়কটি সংস্কার এখন হয়নি তাহা বোধগম্য নহে।
সরিষাবাড়ী উপজেলা সদরের সঙ্গে সাতপোয়া ইউনিয়নের চরাঞ্চল ও পাশের উপজেলা কাজিপুর এবং মাদারগঞ্জ সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ চর শিশুয়া-বাঘমারা সেতুটি।ঝারকাটা ঝিনাই নদীর ওপর নির্মিত এই ব্রীজের পশ্চিম পাশের সড়কটি ২০২০ সালের বন্যায় ভেঙে যায়।এতে উপজেলার সাতপোয়া ইউনিয়নের সবকটি গ্রামসহ পাশের মাদারগঞ্জ উপজেলা, বগুড়ার সারিয়াকান্দি, সিরাজগঞ্জের কাজিপুরসহ প্রায় ৫০ গ্রামের লক্ষাধিক মানুষ দূভোর্গে পড়েছে।অপর দিকে পিলারের গোড়ার মাটি সরে গিয়ে ব্রীজটি ঝুঁকির মুখে।
এতে ভারী যানবাহন চলাচল পুরোপুরিভাবে বন্ধ হয়ে পড়েছে। ব্রীজের সংযোগ সড়কের কিছু অংশ মাটি দিয়ে ভরাট করে ঝুঁকি নিয়ে কিছু ছোট যানবাহন চলাচল করছে।এতে প্রায়ই ঘটছে দূর্ঘটনা।দূভোর্গে পড়া চরাঞ্চলের এসব মানুষ তাদের উৎপাদিত ফসলাদি বাজারে কিংবা শহরে নিতে ভোগান্তি পোহাচ্ছেন।ছোট ছোট যানবাহন দিয়ে পণ্য পরিবহনে বাড়তি খরচ হচ্ছে।
এ ছাড়া ব্রীজে যেকোন পরিবহন উঠাতে সাহায্য নিতে হয় বেশ কয়েকজনে। সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আরামনগর বাজারে হাট বসে। সে সময়ে কেনাবেচার জন্য দূর-দূরান্ত থেকে লোকজন আসে।ওইদিন এ সড়কে আরও চাপ বেড়ে যায়।তখন ব্রীজের দুই পাশে যানবাহনের জটলা লেগেই থাকে।
সাতপোয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও পৌর আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক রাজু আহাম্মেদ জানান, শিশুয়া বাঘমারা ব্রীজের সংযোগ সড়কটি সংস্কার করার জন্য আমার ব্যক্তিগত তহবিল থেকে ২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়েছি।
ইউপি চেয়ারম্যান আবু তাহের বলেন, সংযোগ সড়কের ভাঙা স্থান পরিদর্শন করা হয়েছে। এলজিইডি ব্রীজের সংযোগ সড়কের সংস্কারের জন্য একটি বেইলি ব্রিজ স্থাপন করা হলে সংকট কেটে যাবে বলেও তিনি জানান।
উপজেলা প্রকৌশলী রকিবুল হাসান বলেন, বন্যায় ব্রীজের সংযোগ সড়ক ভেঙে যাওয়ার পর গত অর্থ বছরে ৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।