দেশজুড়ে
ধামরাই সোমভাগ ইউনিয়নে কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ডাউটিয়া, গোয়ালদী, কাশিপুর গ্রামের হত দরিদ্র অসহায় মানুষের মাঝে খাবার পৌছে দেন সেনাবাহিনী।
তারা এ’সময় বলেন করোনার কারণে অনেক মানুষ কর্মহীন হয়ে বেকার জীবন যাপন করছে, তাদের কোন কাজ নেই, তাই আমরা চেষ্টা করছি তাদের পাশে দাড়ানোর জন্য।সেনাবাহিনীর এসব উপহার দেওয়া হয় গোয়ালদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। তারা বলেন যাদের সামর্থ্য আছে তারা সবাই মিলে মানুষের পাশে দাড়ান।
এসময় আরো উপস্হিত ছিলেন গোয়ালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জনাব মোঃ শওকত আলী,৭ নং ওয়াডের মেম্বার জনাব মোঃ শুকুর আলী,ও বীরমুক্তিযোদ্দা জনাব মোঃ জলিল সাবেক পুলিশ অফিসার সহ আরো অনেকে।