দেশজুড়ে

শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে যাত্রীদের ঢল

মুন্সিগঞ্জের শিমুলিয়া ও বাংলাবাজার নৌপথে আজও যানবাহন ও যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। শনিবার (৭ আগস্ট) দুপুরে সরেজমিনে গিয়ে এই চিত্র দেখা যায়।

জানা গেছে, ঢাকা ছেড়ে যাওয়ার তুলনায় এখন রাজধানীতে আসা মানুষের চাপ বেশি রয়েছে। একই সঙ্গে থেমে থেমে বাড়ছে যাত্রীদের চাপ। গণপরিবহন বন্ধ থাকায় ট্রাক, পিকাপভ্যান, অটো ও সিএনজিসহ নানা যানবাহনে জীবনের ঝুঁকি নিয়ে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে গন্তব্যে যাচ্ছেন তারা। এ সময় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এসব নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা তেমনটি দেখা যায়নি। এদিকে ভেঙ্গে ভেঙ্গে আসতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ফলে এ রুটে ভেঙে পড়েছে লকডাউনের চিত্র।

কামাল হোসেন নামে এক যাত্রী আরটিভি নিউজকে বলেন, বাবার শরীর অনেক খারাপ। এই কারণে ঢাকায় যাচ্ছি। ঈদ করতে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। তবে বাবা ঢাকায় থেকে গিয়েছিল। এখন উনার শরীর ভালো না। তাই জরুরি খবর পেয়ে রওনা হয়েছি।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ম্যানেজার মো. সাফায়াত হোসেন জানান, আজ শনিবার সকাল থেকে উভয় পাড়ে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। তবে বাংলাবাজার ঘাট থেকে আসা যাত্রী ও যানবাহনের চাপ আরও বেশি। এ রুটে বর্তমানে ৯টি ফেরি চলছে। শিমুলিয়া ঘাটে প্রায় দুই শতাধিক ও বাংলাবাজার ঘাটে প্রায় ৪ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button