দেশজুড়ে

গোপালপুরে ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ এর গণটিকা কার্যক্রম শুরু

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সারা দেশের ন্যায় গোপালপুর উপজেলার সকল ইউনিয়ন পর্যায়ে পরীক্ষামূলক ভাবে কোভিড-১৯ এর গণটিকা কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার সকাল নয়টায় উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার ১০টি কেন্দ্রে একযোগে এ কার্যক্রম শুরু হয়। স্থানীয় সাংসদ ছোট মনির উপজেলার ধোপাকান্দি ইউনিয়ন থেকে এ গণটিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।

ধোপাকান্দি ইউনিয়নের গণটিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন শেষে আরো অন্যান্য টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন এম পি ছোট মনির।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক, অতিরিক্ত পু্লিশ সুপার (গোপালপুর সার্কেল) মো. সোহেল রানা, পৌর মেয়র রকিবুল হক ছানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলীম আল রাজী, ধোপাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই, যুবলীগ সভাপতি আরিফুল ইসলাম তালুকদার আরিফ, ছাত্রলীগ আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button