দেশজুড়ে

মহাদেবপুরে ইউনিয়ন পর্যায়ে করোনার টিকাদান ক্যাম্পেইনের কার্যক্রম শুরু

মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে ইউনিয়ন পর্যায়ে করোনা ভাইরাস প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইনের কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (৭ আগস্ট) সকাল ৯ টায় মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংবাদ সদস্য ছেলিম উদ্দীন তরফদার সেলিম। এসময় উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলার নির্বাহী অফিস (ইউএনও) মোঃ মিজানুর রহমান, চেরাগপুর ইউপির চেয়ারম্যান শিবনাথ মিশ্র প্রমখ।

সিভিল সার্জন আবু হানিফ জানান, প্রথম দিনে জেলার ১১ উপজেলায় ৯৯ ইউনিয়নে ৬ শত জন করে এবং নওগাঁ পৌরসভার ১৮ শ, নজিপুর পৌরসভার ৬শ ও ধামইরহাট পৌরসভায় ৪ শ জন। জেলায় মোট ৬২ হাজার ২ শত জনকে টিকা প্রদান করা হবে। আগামী ১৪ আগস্ট থেকে গনটিকা দিবে স্বাস্থ্য অধিদপ্তর।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button