নান্দাইলে “আমাদের বাকচান্দা” ফেসবুক গ্রুপের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
“আমাদের বাকচান্দা” ফেসবুক গ্রুপের এডমিন কর্তৃক আয়োজিত একমাস ব্যাপী প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার (৬ আগষ্ট) ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাকচান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বদিউল আলম হৃদয় ও আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বাপাছাপ এর সাধারন সম্পাদক জনাব মোস্তাফিজুর রহমানের শুভেচ্ছা বক্তব্য মাধ্যমে অনুষ্ঠানে আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বাকচান্দা এ এস একাডেমীর সভাপতি মাহমুদুল হাসান (রুনু), সমাজ সেবক নাসির উদ্দিন, প্রভাষক খলিলুর রহমান, সহকারী শিক্ষক মাহবুবুল আলম হারুন, বিশিষ্ট ব্যাবসায়ী মোজাম্মেল হক লালন, শিল্পপতি শফিকুল ইসলাম শফিক, আতাউর রহমান, মিনহাজ উদ্দিন সহ আমাদের বাকচান্দা গ্রুপের এডমিন প্যানেলর অনেকেই।
বক্তব্যে আমাদের বাকচান্দা গ্রুপের চিপ এডমিন আব্দুল আহাদ রানা বলেন, এটি সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন। সংগঠনটি সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের কল্যানে কাজ করবে।
এডমিন রিয়াজ উদ্দিন তিন বলেন, আমরা বাকচান্দা ও এর পার্শ্ববর্তী এলাকাসমূহ এক ঝাঁক তরুণ মেধাবী দের কে নিয়ে তারা সমাজের শিক্ষা সংস্কৃতি সহ সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকতে চাই। এর জন্য সবার সহযোগিতা চাই। পরে “আমাদের বাকচান্দা” ফেসবুক গ্রুপের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।
এসময় সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ রাজনীতিবিদ আইনজীবী শিক্ষক সমাজসেবক এবং বিশিষ্ট ব্যবসায়ী সহ আরো বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।