ঈশ্বরদীতে সম্প্রীতি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ
মামুনুর রহমান : শুক্রবার বাদ আসর আল হেরা জামে মসজিদ মোড়স্থ কার্যালয়ে নবগঠিত আহবায়ক কমিটির এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। দরিনারিচা,জামতলা এবং পিয়ারাখালি এলাকার মানুষের জীবন যাত্রার এবং আর্থ সামাজিক মানোন্নয়নের প্রত্যয় নিয়ে কাজ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছিল “তারুণ্য সামাজিক স্বেচ্ছাসেবি সংগঠন”।সময়ের চাহিদা পূরণের লক্ষ্যে উক্ত নাম পরিবর্তন করে গত ইং ৩১/০৭/২০২১ তারিখ হতে সম্প্রীতি করা হয়েছে ।
এ সংগঠনের মাধ্যমে বর্ণিত এলাকার মানুষ ময়লা আবর্জনা পরিস্কার এবং রাতে নাইট গার্ডের মাধ্যমে নিরাপত্তা সুবিধা ভোগ করছে। সংগঠনটির আহবায়ক জনাব আলহাজ্ব আফজাল হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব জনাব মোঃ মেহেদি হাসানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এলাকার সর্বো বয়োজেষ্ঠ মুরুব্বি জনাব আলহাজ নুরুজ্জামান গার্ড।
এ ছাড়া এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ন আহবায়ক বৃন্দ, যুগ্ন সদস্যসচিব বৃন্দসহ অধিকাংশ কার্যকরী সদস্যবৃন্দ। সাংবাদিক ওহেদুজ্জামান টিপু, যিনি এ সংগঠনের একজন যুগ্ন আহবায়ক। পবিত্র কোরাআন এ পাক থেকে তেলোয়াত করেন কার্যকরি সদস্য জনাব মোঃ আকতার হোসেন। এরপর নবগঠিত পূর্ণাংগ কমিটির নাম ঘোষনা হলে উপস্থিত সকলেই করতালির মাধ্যমে অভিনন্দন জানান এবং ফুলের বুউকেট দিয়ে বরণ করে নেন। তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক জনাব আশিক কুন্ডুকে তাঁর কাজের অবদানের জন্য বিশেষ সম্মানে ভূষিত করেন এবং ফুল দিয়ে বিদায় জানান।
আজকের সভায় সংগঠনের কার্যালয় এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়, একজন আদায়করীর নিয়োগ অনুমোদন দেয়া হয়। পরিশেষে আহবায়ক সকলের সহযোগিতা চান এবং তারুণ্য স্বেচ্ছাসবি সংগঠনের কাজের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার দৃঢ প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন । মোঃ আফজাল হোসেন আহবায়ক সম্প্রীতি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আল হেরা জামে মসজিদ মোড়,কাচারি পাড়া,ঈশ্বরদী।