দেশজুড়ে
মাগুরায় এমপি শিখর ও তার সহধর্মিণীর সুস্থতা কামনায় বেরইল পলিতায় দোয়া অনুষ্ঠিত
মতিন রহমান, মাগুরা জেলা সংবাদদাতা : মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার (সাবেক) একান্ত সহকারী এ্যাড. সাইফুজ্জামান শিখর ও তার সহধর্মিণী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। উভয়ের সুস্থতা কামনা করে মাগুরা জেলার বিভিন্ন মসজিদ মন্দিরে প্রার্থনা হয়েছে।
শুক্রবার মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়ন আ.লীগের সভাপতি মুন্সি তৌহিদুজ্জামান বাবুর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ আগস্ট) জুম্মার নামাজ শেষে বেরইল পলিতা ইউনিয়ন আ.লীগের সভাপতি কার্যালয়ে এই দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুন্সি তৌহিদুজ্জামান বাবু সহ ইউনিয়ন আ.লীগের নেতাকর্মী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।