৩ রানে ২ উইকেট নেই বাংলাদেশের
সিরিজে জয়ের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ২.১ ওভারে মাত্র ৩ রানে দুই ওপেনারের উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। সিরিজে ফেরার প্রত্যয়ে তিন পরিবর্তন নিয়ে খেলছে অস্ট্রেলিয়া। বেন ম্যাকডারমট ও ড্যান ক্রিস্টিয়ান ফিরেছেন, অভিষেক হচ্ছে পেসার নাথান এলিসের।
এই তিনজনের কারণে বাদ পড়েছেন জশ ফিলিপে ও অ্যান্ড্রু টাই। নেই মিচেল স্টার্কও। তবে প্রথম দুই ম্যাচে জয় পাওয়ায় উইনিং কম্বিনেশন ভাঙেনি বাংলাদেশ। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন আগের ম্যাচের একাদশই থাকছে।
আজকের ম্যাচ জিতলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুই খেলা হাতে রেখে ৩-০তে সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। তবে অস্ট্রেলিয়া যদি জিতে যায় তাহলে তারা সিরিজে প্রত্যাবর্তন করবে। সিরিজের প্রথম ম্যাচে ১৩১ রানের পুঁজি নিয়েও ২৩ রানের দাপুটে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ১২১ রানে গুটিয়ে দিয়ে ৮ বল হাতে রেখে ৫ উইকেটে জয় পায় টাইগাররা।
বাংলাদেশ: সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামিম হোসেন, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।
অস্ট্রেলিয়া: ম্যাথু ওয়েড, বেন ম্যাকডারমোট, মিসেল মার্শ, ময়েস হেনরিক্স, অ্যালেক্স কেরি, অ্যাস্টন টার্নার, ডেন ক্রিশ্টিয়ান, অ্যাস্টন অ্যাগার, নাথান ইলিস, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড
জশ ফিলিপি, মিসেল স্টার্ক, মিচেল সুইপসন, ।