রামপালে ইউনিয়ন ভিত্তিক টিকাকেন্দ্রে কাল প্রথমধাপে টিকা পাবে ৬ হাজার মানুষ

0
125

স্টাফ রিপোর্টারঃ আগামীকাল ( ৭ আগস্ট )থেকে সারাদেশে ইউনিয়ন পর্যায়ে করোনার টিকা দেওয়া হচ্ছে ৷ তারই পরিপ্রেক্ষিতে রামপাল উপজেলার ১০টি ইউনিয়নের প্রতিটি নির্ধারিত কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম চলবে ৷

এ বিষয়ে  রামপাল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সুকান্ত কুমার পাল জানান, “টিকাদান কার্যক্রম শুরুর দিন রামপালের ১০ টি ইউনিয়নে সর্বমোট ১০ টি কেন্দ্র থাকছে ৷ প্রতিটি কেন্দ্রের ০৩ টি করে বুথে মোট ৬০০ জন করোনা ভাইরাসের ( Covid-19) টিকা নিতে পারবেন ৷ সে হিসেবে প্রথম ধাপে উপজেলার ১০ টি কেন্দ্র থেকে মোট ৬ হাজার জন টিকা পাবেন ৷ সিনিয়র সিটিজেন,বীর মুক্তিযোদ্ধা, মহিলা ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের টিকা গ্রহণে অগ্রাধিকার দেয়া হবে। সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে ৷ মহিলাদের টিকা নেবার জন্য রাখা হচ্ছে আলাদা বুথ” ৷

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন জানান, ” মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূল পর্যায়ে টিকাদান কার্যক্রমের যে অনন্য উদ্যোগ নিয়েছেন তার কারনে এত সহজে মানুষ টিকা নিতে পারছেন ৷ টিকাদান কেন্দ্রে শৃঙ্খলা রক্ষা করতে জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, টিকা প্রদান সংক্রান্ত ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সদস্যবৃন্দ, আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী, স্বেচ্ছাসেবক এবং স্বাস্থ্যকর্মীরা থাকবেন ৷ সব ওয়ার্ড সমূহে পর্যায়ক্রমে টিকা প্রদান কার্যক্রম সম্পন্ন করা হবে ৷

তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে টিকাকেন্দ্রে গিয়ে করোনা টিকা নিতে অনুরোধ করেছেন ৷