চাঁপাইনবাবগঞ্জে ৪৯টি অবৈধ বিভিন্ন ব্র্যান্ডের মোবাইলসহ আটক ১
ফেরদৌস সিহানুক শান্ত ,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র্যাব সদস্যরা একটি মোবাইল ফোনের দোকানে অভিযান চালিয়ে মোঃ রিপন আলী(২২) নামে ব্যক্তিকে ৪৯টি অবৈধ বিভিন্ন ব্র্যান্ডের মোবাইলসহ আটক করেছে। গতকাল বৃহস্পতিবার রাতে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রাণীহাটি বাজারের বাটা মার্কেটে এ অভিযান চালানো হয়।
আটককৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের রসিকনগর সন্ন্যাসিপাড়ার মোঃ আতাউর রহমানের ছেলে। র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী কমান্ডার পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ এর নেতৃত্ব র্যাবের একটি দল গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রাণীহাটি বাজারে বাটা মার্কেটে রিপন টেলিকমে অভিযান চালায়।
এসময় মোবাইলের দোকানে থাকা অবৈধ বিভিন্ন ব্র্যান্ডের ৪৯টি মোবাইল ফোনসহ উক্ত ব্যবসায়ী রিপনকে আটক করে। উদ্ধারকৃত মোবাইলের মূল্য প্রায় ৫ লক্ষ টাকা।