দেশজুড়ে

মাগুরার মহম্মদপুরে পারিবারিক কলহের জেরে নিহত ১, আটক ২

মতিন রহমান, মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নে পারিবারিক কলহের জেরে মনোরঞ্জন বিশ্বাস (৭৩) এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহতের বাড়ি ওই এলাকার পানিঘাটা গ্রামে। বৃহস্পতিবার ৫ আগস্ট তার নিজ বাড়িতে এঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫ আগষ্ট) সকাল ১০ টার দিকে মনোরঞ্জন বিশ্বাসের ছেলে ও তার পুত্রবধূ ও তার নাতিছেলে অংকর বিশ্বাস (১০) কে মোবাইল ক্রয় করে দিতে চাইলে ছেলের বউ আপত্তি জানালে মনোরঞ্জনের সাথে কথা কাটাকাটি হয় ছেলে ও পুত্রবধূর সাথে। এরই এক পর্যায়ে তার মনোরঞ্জনকে আঘাত করলে সে জ্ঞান হারালে প্রথমে তাকে স্থানীয় নহাটা বাজারে প্রথমিক চিকিৎসা দেয় ডাক্তার। এরপর অবস্থার অবনতি হলে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

পুলিশ জানায়, মনোরঞ্জন বিশ্বাসের মাথার বাম পার্শ্বে আঘাতের চিহ্ন দেখা গেছে এবং সেখান দিয়ে রক্ত বের হতে দেখা যায় এবং ডান চোখের ভ্রুরুর উপরে আঘাতের চিহ্ন দেখা গেছে। এঘটনায় পুলিশ নিহতের ছেলের বৌ বিথিকা রানী বিশ্বাস (৩০) ও তার একমাত্র ছেলে অশোক বিশ্বাসকে আটক করেছে।

প্রতিবেশী বাসন্তী রানী জানায়, বৃহস্পতিবার সকালে ঝগড়াঝাঁটি শুনে এসে দেখি মনোরঞ্জন বিশ্বাস মাটিতে পড়ে আছে। এমতাবস্থায় তাকে আমরা প্রতিবেশীরা স্থানীয় নহাটা বাজারে ডাক্তারের কাছে নিয়ে যায়।

এঘটনায় মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন তিনি জানান,মোবাইল ক্রয়ের জন্য দাদা ৫০০০ টাকা অংকরকে দিতে চেয়েছে আর বাকী ২০০০ টাকা তার মাকে দিতে বললে তাদের মাঝে কথা-কাটাকাটির এক পর্যায়ে তাদের মাঝে ধাক্কাধাক্কির ফলে এ ঘটনা ঘটেছে বলে প্রথমিক ভাবে জানাগেছে।

সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) মোঃ হাফিজুর রহমান জানান, এই ঘটনায় নিহতের স্ত্রী বীনা রানী বিশ্বাস বাদী হয়ে একটি মামলার প্রস্তুতি চলছে, আমরা দুজন (ছেলে ও তার স্ত্রী) কে আটক করেছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button