দেশজুড়ে

রাজারহাটে ক্যাপ্টেন শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত

সরকার অরুণ যদু,রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:  রাজারহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে উপজেলা শহীদ মিনারে ক্যাপ্টেন শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,সরকারী এম আই ডিগ্রী কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম রানা,রাজারহাট থানা অফিসার ইনচার্জ রাজু সরকার,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড.জোবাইদুল কবির,জেলা আওয়ামীলীগ সদস্য চাষী আব্দুস ছালাম,রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু প্রমূখ।
শেষে যুবকদের মাঝে বনজ গাছের চারা বিতরন করা হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button