দেশজুড়ে

রানীশংকৈলে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় গত ৪ আগস্ট বুধবার রাতে আসাদুজ্জামান (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে রাণীশংকৈল থানা পুলিশ।

আসাদুজ্জামান পার্শ্ববর্তী উপজেলা পীরগঞ্জের বিরহলী ঘুড়িয়া পাড়া গ্রামের জুমারউদ্দীনের ছেলে। পরদিন ৫আগস্ট বৃহস্পতিবার সকালে থানা পুলিশ সুত্রে জানা গেছে উপজেলার লেহেম্বা ইউপির চেয়ারম্যান এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ গোগর থেকে পকম্বা যেতে কালভার্ট সংলগ্ন ইউনুস মিলারের ধানক্ষেত থেকে রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল বলেন খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button