দেশজুড়ে

মেলান্দহ যুবদলের আহ্বায়ক মনোয়ারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশিত হওয়ায় প্রতিবাদ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: জামালপুর জেলার মেলান্দহ উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মো. মনোয়ার হোসেন মনু তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশিত হওয়ায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। তিনি বলেন বিভিন্ন অনলাইন ও প্রিন্টেড সংবাদ মাধ্যমে জামালপুর জেলার মেলান্দহ উপজেলা যুবদলের আহ্বায়কের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল শিরোনামে প্রকাশিত সংবাদটির প্রতি আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে।

সংবাদটিতে আমাকে জড়িয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক, মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।

আমার রাজনৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার হীন উদ্দেশ্যে বসতভিটা রক্ষায় ঐক্যবদ্ধ গ্রামবাসী নামক একটি ভুয়া ফেসবুক আইডি থেকে আমার রাজনৈতিক প্রতিপক্ষ একটি প্রতিক্রিয়াশীল কুচক্রীমহল বিগত ১৬ ডিসেম্বর ২০২০ ইং সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নামে অপবাদমূলক একটি আপত্তিকর ভুয়া পোষ্ট আপলোড করে। তখন এ বিষয়ে আমি মেলান্দহ থানায় একটি সাধারণ ডায়েরি করি। মেলান্দহ থানার জিডি নং-৮১৪, তাং-১৮/১২/২০২০। বর্তমানে আবারও সেই একই চক্র আবারও সেই মনগড়া পোষ্টের মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের ভুল তথ্য পরিবেশন করে এ বিভ্রান্তিকর সংবাদটি প্রকাশ করিয়েছে বলে আমার বিশ্বাস।

আমি প্রকাশিত এ বিভ্রান্তিকর সংবাদটিতে কাউকে বিভ্রান্ত না হওয়ার পাশাপাশি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাই।

এছাড়াও তিনি আরও বলেন তারা তার বিরুদ্ধে অস্ত্র , অপবাদ ও কুৎসা রটনা করছেন খুব শীঘ্রই এই বিষয়ে তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button