দেশজুড়ে
কঠোর লকডাউন’ না মানায় মোরেলগঞ্জে ১০ জনকে জরিমানা
শেখ সাইফুল ইসলাম কবির : বাগেরহাটের মোরেলগঞ্জে সরকার ঘোষিত কঠোর লকডাউন না মানায় বুধবার বিকালে ১০জনকে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যামন আদালত।
এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. আলী হাসান এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ অর্থদন্ড প্রদান করেন। পৌর বাজারের নব্বইরশি বাসষ্ট্যান্ড, কেয়ার বাজার ও গুলিশাখালীতে সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠান খোলা ও মাস্ক পরিধান না করার অভিযোগে ১০ জনকে ৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
এছাড়াও ভ্রাম্যমান আদালত পৌর শহরের ওএমএস কার্যক্রম পর্যবেক্ষন ও স্বাস্থ্য বিধি মানা হচ্ছে কিনা সে বিষয়ও তদারকি করেন। এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. আলী হাসান বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউন এ ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে।