খেলাধুলা

বোল্ড হয়ে সাজঘরে সাকিব

সৌম্য সরকার, মোহাম্মদ নাঈমের মতো একই কায়দায় বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন সাকিব আল হাসাানও। ১২২ রান তাড়ায় ৯ ওভারে ৫৮ রানে ৩ উইকেট হারাল বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২২ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ২১ রানে দুই ওপেনারের বিদায়ে চাপে পড়েছে বাংলাদেশ।

ইনিংসের ২.২ ওভারে মিচেল স্টার্কের গতির বলে বোল্ড হন সৌম্য সরকার। প্রথম ম্যাচে ২ রানে আউট হওয়া এ ওপেনার এদিন ফেরেন শূন্য রানে।

সৌম্য আউট হওয়ার ঠিক পরের ওভারের প্রথম বলে জশ হ্যাজলউডের বলে বোল্ড নাঈম শেখ। আগের ম্যাচে ৩০ রান করা নাঈম এদিন আউট হন ১৩ বলে ৯ রানে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button