দেশজুড়ে

উল্লাপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী রাম কৃষ্ণ সাহা আর নেই

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ উল্লাপাড়া বাজার পাট বন্দর বনিক সমিতির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী রাম কৃষ্ণ সাহা (৭৫) বুধবার সকালে উল্লাপাড়া পৌর শহরের শ্যামলিপাড়ার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন।

মৃত্যুকালে তিনি ২ মেয়ে, ১ ছেলে সহ বহুস্বজন ও শুভার্থী রেখে গেছেন। তিনি বেশকিছু দিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত হয়ে ভুগছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে রাম কৃষ্ণ সাহার বিশেষ অবদান রয়েছে। তার মৃত্যুতে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া বাজার পাট বন্দর বনিক সমিতির আহবায়ক হাফিজুর রহমান মিন্টু, উল্লাপাড়া বাজার বনিক সমিতি সভাপতি আব্দুল কুদ্দুস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উল্লাপাড়া শাখার সভাপতি বাবু গৌতম কুমার দত্ত, এসো গান শিখি পরিবারের পরিচালক সাংবাদিক রাজু আহমেদ সাহানসহ বিভিন্ন সামাজিক সংগঠন তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button