দেশজুড়ে

ইউনাইটেড সোসাইটি ক্লাব জামালপুর এর উদ্যোগে বিনামূল্যে ভ্যাকসিন রেজিস্ট্রেশন

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: ইউনাইটেড সোসাইটি ক্লাব জামালপুর এর উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিনামূল্যে অনলাইনে ভ্যাকসিন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হয়েছে। ৪ আগষ্ট ২০২১ বুধবার এই রিপোর্ট লেখা সময় পর্যন্ত দুই শতাধিক এর অধিক সাধারণ মানুষকে ফ্রি রেজিস্ট্রেশন ও টিকা কার্ড প্রদান করেছে ক্লাবটা । ২ আগষ্ট থেকে শুরু হওয়া এই সামাজিক কার্যক্রম সাধারণ মানুষের কাছে ব্যপক প্রশংসিত হয়েছে।

ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক হোসেন লিয়ন বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই আমারা এই উদ্যোগ গ্রহণ করেছি। তিনি আরও বলেন যারা এখনো রেজিস্ট্রেশন করেন নাই, তারা কলেজ রোডে খোশমহল এলাকায় ইউনাইটেড সোসাইটি ক্লাবের অফিসের সামনে যোগাযোগ করে ফ্রি রেজিস্ট্রেশন ও টিকা কার্ড সংগ্রহ করতে পারবেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button