নান্দাইলে প্রতিপক্ষের আঘাতে যুবক খুন


এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের আঘাতে এক যুবক খুন হয়েছে। যুবকের নাম মোঃ সুমন (৩০), তিনি নান্দাইল ইউনিয়নের উত্তর রসুলপুর গ্রামে আব্দুল আজিজের পুত্র।
বুধবার (৪আগষ্ট) সকাল ১১ টার দিকে উপজেলার নান্দাইল ইউনিয়নের উত্তর রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানাযায়, মো: সুমন ও তার চাচাতো ভাই মাসুদ আকন্দের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। বুধবার সকালে মাসুদ আকন্দ জমিতে ধান রোপন করতে চাইলে মো: সুমন বাধা দিলে এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে প্রতিপক্ষের দেশীয় অস্ত্র দা এর আঘাতে মো: সুমন ঘটনাস্থলে খুন হয়।
এ ঘটনায় আ: রাজ্জাক(৩৬),মাসুম আকন্দ(৩৫)ও আজিজুল ইসলাম(৩৬) নামের আরো ৩জন গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা অবনতি দেখে দ্রুত ময়ময়নসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ খুনের ঘটনা নিশ্চিত করেন। তিনি জানান,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জে হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।