অলিম্পিকে সোনা জয়ের লক্ষ্যে আবারো ফাইনালে ব্রাজিল
টোকিও অলিম্পিকে সেমিফাইনালে টাইব্রেকারে মেক্সিকোকে ৪-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ডিফেন্সিভ চ্যাম্পিয়ন ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল।
মঙ্গলবার (৩ আগস্ট) টোকিও অলিম্পিক গেমসে সোনার লড়াই নিশ্চিত করতে কাশিমা সকার স্টেডিয়ামে মেক্সিকো অনূর্ধ্ব-২৩ দলের মুখোমুখি হয় ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল। নির্ধারিত সময়ের খেলা শেষে প্রথম সেমিফাইনালের স্কোর ছিল গোলশূন্য। অতিরিক্ত সময়েও স্কোর পাল্টায়নি। তাতে টাইব্রেকারে গড়ায় ম্যাচ, যেখানে ৪-১ গোলে জিতে ফাইনালে উঠলো রিও অলিম্পিকের স্বর্ণ জয়ী ব্রাজিল।
খেলা টাইব্রেকারে গড়ালে নিজেদের জাত চেনাতে একটুও ভুল করেননি ব্রাজিলিয়ান ফুটবলাররা। টাইব্রেকারে ব্রাজিলের হয়ে প্রথম শট নিতে আসেন দানি আলভেজ গোল। তার দুর্দান্ত শট মেক্সিকো গোলরক্ষক গুইলার্মো ওচোয়া হাত লাগালেও গোল ঠেকাতে পারেনি। গোল, ১-০। মেক্সিকোর হয়ে প্রথম শট নিতে আসেন এদুয়ার্দো আগুইরে। কিন্তু তার এত দুর্বল শট, খুব সহজেই ব্রাজিল গোলরক্ষক সান্তোস ঠেকিয়ে দিলেন। গোল মিস, ১-০।
ব্রাজিলের হয়ে দ্বিতীয় শট নিতে আসেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। এটাও গোল, ২-০। মেক্সিকোর হয়ে দ্বিতীয় শট নিতে আসেন ইয়োহান ভাস্কুয়েজ। কিন্তু মিস করলেন তিনিও। বল মেরে দিলেন পোস্টের বাইরে। ২-০। ব্রাজিলের হয়ে তৃতীয় শট নিতে আসেন ব্রুনো গুইমারেজ। এটাও গোল। ওচোয়া ঝাঁপিয়ে পড়েও ঠেকাতে পারেনননি। ৩-০।
মেক্সিকোর হয়ে তৃতীয় শট নিতে আসেন কার্লোস রদ্রিগেজ। এবার গোল করতে সক্ষম হলো তারা। ৩-১। ব্রাজিলের হয়ে চতুর্থ শট নিতে আসেন রেইনার। তার শট জড়িয়ে গেলো মেক্সিকোর জালে। গোল, ৪-১। সে সঙ্গে ফাইনালে ওঠার আনন্দ উল্লাসে ভাসলো ব্রাজিল। নির্ধারিত সময়ে দুই দলই আক্রমণ প্রতি আক্রমণে গেছে। কিন্তু গোলের দেখা পায়নি কেউ। ব্রাজিল লক্ষ্যে শট নেয় ৬টি আর মেক্সিকো চারটি।
সবচেয়ে সুবর্ণ সুযোগ ব্রাজিল নষ্ট করে ৮২ মিনিটে। দানি আলভেসের ক্রসে বক্সের সেন্টার থেকে রিচার্লিসনের হেড বাঁ পোস্টে আঘাত করে। ৮৯ মিনিটে আবারও এভারটনের এই ফরোয়ার্ড লক্ষ্যে শট নেন। কিন্তু তার নিচু কোনাকুনি প্রচেষ্টা ঠেকান মেক্সিকো গোলকিপার গুইলেরমো ওচোয়া। এর আগে অ্যান্টনি ও আলভেসকে ঠেকিয়ে দলকে রক্ষা করেন ২০১৪ বিশ্বকাপে নজর কাড়া এই গোলকিপার।