টাঙ্গাইলে নতুন করে ১৭৪ জন করোনায় আক্রান্ত, মৃত্যু ৩ জনের
জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল: টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় নতুন করে ১৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদিকে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ২ জন ও উপসর্গ নিয়ে ১ জন মারা গেছে। জেলায় ৬৭২টি নমুনা পরীক্ষার রির্পোটে ১৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ২৫ দশমিক ৭৭ ভাগ।
মঙ্গলবার (৩ আগস্ট) এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৪৭ জন। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ্য হয়েছে ৭ হাজার ৯০৬ জন। সর্বমোট মারা গেছে ২১৭ জন।
জেলার হাসপাতালগুলোতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ৯৯ জন।
এদের মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৫৯ জন, কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২জন, নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪জন, সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯জন, গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন এবং মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ৮জন নিয়ে মোট ৯৯ জন।
জেলায় বর্তমানে বাড়িতে ও আইসোলেশনে থেকে চিকিৎসাধীন রয়েছে ৬ হাজার ১২৫ জন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ শাহাবুদ্দিন এ তথ্য জানিয়েছেন।