দেশজুড়ে
শ্রীনগরে ৩২ জনের করোনা শনাক্ত
আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় করোনা ভাইরাস শনাক্তের মোট সংখ্যা দাড়ালো ১১৪৪। সুস্থ হয়েছেন ৮৯৯ জন। মারা গেছেন ৭ জন।
মঙ্গলবার সকালে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ রেজাউল হক এই তথ্য নিশ্চিত করে বলেন, করোনা পরীক্ষার জন্য ৭১ জনের নমুনা পাঠানো হয়। এর মধ্যে ৩১ জনের কোভিট-১৯ রিপোর্ট পজেটিভ আসে। মহামারি করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে নিরাপদে থাকতে সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মানার আহবান করেন তিনি।