দেশজুড়ে

মমেক হাসপাতালে করোনায় ১৭ জনের মৃ’ত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৬ জন ও উপসর্গ নিয়ে ১১ জন মারা গেছেন। মঙ্গলবার (৩ আগস্ট) সকালে মমেক হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

ডা. মহিউদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন ৮৮ জনসহ ভর্তি আছেন ৫৫১ জন এবং আইসিউতে ভর্তি আছেন ২২ জন। এর মধ্যে ময়মনসিংহের ১০ জন, নেত্রকোনার ৩ জন, টাঙ্গাইলের ২ জন, নরসিংদী ও দিনাজপুরের ১ জন করে মারা গেছেন। তিনি আরও জানান, ১ হাজার ৬৬৪টি নমুনা পরীক্ষায় ৪৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬.৯২%।

এই বিভাগের আরও সংবাদ