অস্ট্রেলিয়ার বিপক্ষে টস গুরুত্বপূর্ণ: মাহমুদুল্লাহ

0
130
ফাইল ছবি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। দুই দল পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। আর এসবের মাঝেই আলোচনায় মিরপুরের উইকেট।

অতীত অভিজ্ঞতা বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ বললেন, ‘মিরপুরের উইকেট অনুমান করা কঠিন। এখন আবার গুমোট আবহাওয়া। এজন্য টস গুরুত্বপূর্ণ হবে। যে-ই উইকেটই হোক, স্পিন নয়তো স্পোর্টিং… আমরা খেলতে প্রস্তুত।’

শের-ই-বাংলায় রয়েছে আটটি উইকেট। সাতদিনে পাঁচ টি-টোয়েন্টি খেলবে দুই দল। ব্যবহৃত উইকেটে খেলা হওয়ার সম্ভাবনাও আছে। তবে উইকেট নিয়ে এখনও বিস্তারিত আলোচনা হয়নি অধিনায়কের। তার দাবি, ‘আমি ঠিক নিশ্চিত নই ব্যবহৃত উইকেটে খেলা হবে কি না। এগুলো নিয়ে কথা হয়নি। মাত্রই খেলে এলাম। আবার কোয়ারেন্টাইনে ছিলাম। গতকাল একদিন অনুশীলন করেছি। সামনে কথা হবে।’

তবে মিরপুরের ২২ গজ অস্ট্রেলিয়া ও বাংলাদেশ দলের জন্য সমান চ্যালেঞ্জ থাকবে বলে দাবি করলেন মাহমুদুল্লাহ, ‘অস্ট্রেলিয়ার উইকেটে ও আমাদের উইকেট আকাশ পাতাল তফাত। ওখানকার উইকেট গতি থাকে, বাউন্স থাকে। বল সুন্দর ব্যাটে আসে। বাংলাদেশে আপনি উইকেট মূল্যায়ন করতে পারলে আপনি রান করতে পারবেন। আমার মনে হয় এই জিনিসগুলো বাংলাদেশের কন্ডিশনে বিবেচনায় আনতে হবে। সেজন্য দুই দলেরই চ্যালেঞ্জিং হতে পারে। আবার আমরা ফ্ল্যাট ট্র্যাকও হতে পারে। যদি সেরকম হয় আমরা ভালো স্কোর করবো।’