দেশজুড়ে
বাগেরহাটের মোরেলগঞ্জে শিশু হত্যার ঘটনায় কিশোর গ্রেফতার

শেখ সাইফুল ইসলাম কবির : বাগেরহাটের মোরেলগঞ্জে ১০ বছরের শিশু লিমন মোল্লা হত্যা মামলায় এক মাদ্রাসা ছাত্রকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে জেলা অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) আজাদ উজ্জামান প্রেস নোটে জানান, ‘নিহত শিশু লিমনের হত্যাকারীও একজন শিশু। তাই তার নাম পরিচয় প্রকাশ করা হলোনা। থানার শিশু বান্ধব কর্মকর্তার প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে লিমনকে হত্যার কথা স্বীকার করেছে। তাই তাকে শিশু আইনের সকল প্রক্রিয়া মেনে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে’।
উল্লেখ্য ,বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার পিতার দোকান থেকে বাড়ি ফেরার পথে লিমন মোল্লা নিখোঁজ হয় । রাত ১০ টার দিকে শিশুটির মরদেহ তার বাড়ির অদূরে একটি ডোবা থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পিতা শুক্রবার বাদি হয়ে অজ্ঞাতনামা আসামী করে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেন।