ধামরাইয়ে অসুস্থ সাংবাদিকে হুইল চেয়ার উপহার দিলেন ওসি আতিকুর রহমান
রনজিত কুমার পাল (বাবু) ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাই প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য দৈনিক গণকন্ঠ পত্রিকার সাংবাদিক পক্ষাঘাতগ্রস্থ রেজাউল করিমের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাসায় উপস্থিত হন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান পিপিএম।
এ সময় তিনি ধামরাই উপজেলার শ্রীরামপুর পূর্বপাড়ায় গত চার মাস আগে পক্ষাঘাতগ্রস্থ হয়ে পড়া অসহায় সাংবাদিক রেজাউল করিমকে একটি হুইল চেয়ার প্রদান করেন এবং তার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতারও আশ্বাস দেন।
ওসি আতিকুর রহমান পিপিএম বলেন, সাংবাদিক রেজাউল করিম পক্ষাঘাতগ্রস্থ হয়ে চলাচল করতে পারছে না শুনেই তার জন্য একটি হুইল চেয়ার কিনে উপহার দিলাম। পুলিশ প্রশাসন মানবিক কাজে সবসময় মানুষের পাশে ছিল, আগামীতেও থাকবে। রেজাউল করিমের চিকিৎসার জন্য আর্থিকভাবেও সহায়তা করা হবে। এসময় সাংবাদিকরাও তার চিকিৎসার জন্য নগদ অর্থ তুলে দেন এবং দ্রুত তার সুস্থতা কামনা করেন।
একই সঙ্গে সমাজের বৃত্তবান ব্যক্তিদের প্রতি অসুস্থ এ সাংবাদিকের পাশে দাঁড়ানোর আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওয়াহিদ পারভেজ, ধামরাই প্রেসক্লাবের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক আনিস উর রহমান স্বপন, সাবেক সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান, ইত্তেফাকের মিজানুর রহমান, জিটিভির আইয়ুব খান, মানবকন্ঠের রুহুল আমিন, প্রতিদিনের সংবাদের আব্দুর রউফ, সাম্প্রতিক দেশকালের শওকত হোসেন সৈকত, খবরপত্রের ওয়াসিম হোসেন, আজকের পত্রিকার নাইম ইসলাম প্রমুখ।
সাংবাদিক রেজাউল করিম অসুস্থ হয়ে কিছুদিন সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে গত চার মাস ধরে বাড়িতেই আছেন। চিকিৎসকরা জানিয়েছেন তিনি পক্ষাঘাতগ্রস্থ হয়ে পড়েছেন। এতে তিনি কথা বলতে এমনকি হাঁটা চলাও করতে পারছেন না। বর্তমানে আর্থিক অনটনে তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে অসহায় হয়ে পড়েছেন। সমাজের বৃত্তবান ব্যক্তিদের প্রতি অসুস্থ অসহায় এ সাংবাদিকের পাশে দাঁড়ানোর আহবান জানানো হয়েছে।