বিক্রমপুরের ঐতিহ্যবাহী ঘরের কদর


আরিফুল ইসলাম শ্যামল: ঐতিহ্যবাহী টিন ও কাঠের তৈরী নানা ডিজাইনের ঘর বিক্রমপুর তথা মুন্সীগঞ্জের জনপথের ঐতিহ্য বহন করে আসছে যুগযুগ ধরে। সারা বাংলা জুড়ে বিক্রমপুরের বিখ্যাত দু’তলা, দেড় তলাসহ অন্যান্য ঘরের নানান নকশা ও কারুকাজ সম্পন্ন এসব টিনের ঘরের সুনাম রয়েছে। বিক্রমপুরের গ্রামগঞ্জের প্রতিটি বসত বাড়িতেই দেখা মিলবে নজরকারা সব টিনের ঘর।

এখানকার বসবাসকারীদের কাছে টিনের ঘর বেশ জনপ্রিয় ও আরামদায়ক হওয়ায় এই অঞ্চলের রেডিমেট ঘরের কদর বেড়েছে সর্বক্ষেত্রে। এমনটাই লক্ষ্য করা গেছে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বালাশুর ও ভাগ্যকুলসহ বেশ কয়েক স্থানে সারিসারিভাবে নতুন এসব ঘর তুলে রাখা হয়েছে বিক্রির জন্য।
সরেজমিন ঘুরে দেখা গেছে, শ্রীনগর-দোহার সড়কের বালাশুর বটতলা ও কামারগাঁও এলাকায় রাস্তার পাশে খোলা ময়দানে টিন ও কাঠের তৈরী বিভিন্ন প্রকার ঘর বিক্রি করছেন ব্যবসায়ীরা। অস্থায়ীভাবে ঘরগুলো তুলে রাখা হয়েছে ক্রেতার দৃষ্টির জন্য। দরদাম ঠিক হলেই পছন্দের ঘর ক্রেতারা বাড়িতে নিয়ে স্থানান্তর করতে পারছেন। লক্ষ্য করা গেছে, ঘর তৈরীর কাজে বেশ কয়েকজন মিস্ত্রি ব্যস্ত সময় পাড় করছেন। ঘর তৈরীর কাজে ব্যবহার করা হয়েছে উন্নতমানের ঢেউটিন, প্লেনশিট ও বিভিন্ন জাতের লোহা কাঠ। ঝকঝকে সুন্দর টেকশই এসব টিনের ঘর যে কারও নজর কারবে।
বালাশুর বটতলায় ঘর মিস্ত্রি সাঈদ সিকদার, আমির হোসেন ও মো. রাসেল বলেন, তারা ৬শ’ টাকা রোজে কাজ করেন। ২৫ বন্দরের একটি দেড়তলা ঘর তৈরীতে সময় লাগে প্রায় ১ মাস। এখানে ২৩ ও ২৫ বন্ধরের এক তলা এবং দেড়তলা ঘর তৈরী করছেন তারা। ঘর ব্যবসায়ীরা ক্রেতার চাহিদা অনুযায়ী ঠিকায় ঘর তৈরীর অর্ডার দিয়ে থাকেন। প্রতিটি ঘর তৈরীর জন্য আলাদা আলাদাভাবে মজুরী নিয়ে থাকেন একাজের ঠিকাদার।
ঠিকাদার মো. বাবু সারেং বলেন, গত ২৫ বছর যাবত তিনি ঘর তৈরীর কাজ করছেন। অভিজ্ঞ কারিগর দিয়ে ঘর তৈরীর সার্বিক কাজ করেন তিনি। ঘরের আকার ও ডিজাইনের ওপর নির্ভর করে কাজের মজুরী নেন তিনি। গত মাসে তার তৈরীকৃত ২টি ঘর বিক্রি হয়েছে। তিনি জানান, ঘরের কদর থাকায় এলাকায় অনেকেই ঘরের ব্যবসা করছেন।
খোঁজ নিয়ে জানা যায়, এখানে ২১, ২২, ২৩ ও ২৫ বন্দরের রেডিমেট ঘর বেশী বিক্রি হচ্ছে। এসব ঘরের দাম হাকানো হয় উচ্চতা, টিন ও কাঠের মান এবং ঘরের আকার অনুসারে। ২ লাখ টাকা থেকে সাড়ে ৫ লাখ টাকা পর্যন্ত দামের রেডিমেট ঘর রয়েছে এখানে। মূল উপকরণ হিসেবে ঘরের খুঁটি, আড়া, বেড়ার কাজে ব্যবহার করা লোহা কাঠ। নাইজেরিয়ান, সুপার, বাচালু, ওকান ও মিমবাসু নামক লোহা কাঠ এর মধ্যে অন্যতম।
ঘরের পাটাতনে ব্যবহার করা হচ্ছে কড়ই, মেহগনিসহ অন্যান্য জাতের কাঠ। ঘরের চালায় ঢেউটিন ও বেড়ায় নানা রংয়ের প্লেনশিট ব্যবহার করা হচ্ছে। একাধিক কক্ষ বিশিষ্ট ১টি ঘরে প্রায় ৫০/৬০ বছর বসবাস করা সম্ভব। বিক্রমপুর তথা মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় রেডিমেট এসব রেডিমেট টিনের ঘর বিক্রি করা হয়।