দেশজুড়ে

চারঘাটে ছাত্রলীগের উদ্যেগে বিনামূল্যে করোনা টিকার নিবন্ধন কর্মসূচীর উদ্বোধন

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে মহামারী করোনা থেকে সুরক্ষিত রাখতে উপজেলা ছাত্রলীগের আয়োজনে বিনা মূল্যে করোনা টিকার নিবন্ধন কর্মসূচীর উদ্বোধন হয়েছে।

রবিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে চারঘাট বাজার চার রাস্তার মোড়ে স্বাধীনতা চত্বরে এই মহতি অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম। উপজেলা ছাত্রলীগের সভাপাতি আল মামুন তুষারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রায়হানুল হক রানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত উপজেলা আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, পৌর মেয়র একরামূর হক, রাজশাহী জেলা আ’লীগ সদস্য সাইফুল ইসলাম বাদশা, পৌর আ’লীগ সভাপতি সাজ্জাদ হোসেন, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু সহ বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা, শোকের মাস উপলক্ষ্যে উপজেলা ছাত্রলীগের এই মহতি উদ্যোগকে স্বাগত জানান যেখানের সাধারন জনগন বিনামূল্যে করোনা প্রতিরোধে কার্যকর টিকার রেজিষ্ট্রেশনের সুযোগ নিতে পারছে। পাশাপাশি রেজিষ্ট্রেশন সুবিধার আওতায় নেয়ার জন্য উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে এই সকল ক্যাম্পেইন চালু করার জন্য পরামর্শ প্রদান করেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button