দেশজুড়ে

রামেকে করোনা ও উপসর্গে ১৫ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ১৫ জনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে করোনা পজেটিভ ৭ জন এবং করোনার উপসর্গে ৮ জন মারা যান। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে চলতি আগস্টের দু’দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৩। এর আগে জুলাইয়ে ৫৬৬ এবং জুনে ৪০৫ জন করোনা ও উপসর্গে মারা যান।
করোনা রোগীর সব পরীক্ষা হবে রামেক হাসপাতালেই

রামেক পরিচালক জানান, নতুন মৃতদের রাজশাহীর ৬ (পজেটিভ ৪, উপসর্গ ২) জন, নাটোরের ১ (উপসর্গ) জন, নওগাঁর ২ (উপসর্গ) জন, কুষ্টিয়ার ১ (পজেটিভ) জন ও পাবনার ৫ (পজেটিভ ২, উপসর্গ ৩) জন। তিনি বলেন, আজ সোমবার সকাল পর্যন্ত এ হাসপাতালের ৫১৩টি করোনা ডেডিকেটেড বেডের বিপরীতে করোনা ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন ৩৯০ জন। এদিন সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৩৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৯ জন।

পরিচালক জানান, সোমবার সকাল পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ৩৯০ জনের মধ্যে ১৭৪ জনের করোনা পজেটিভ রয়েছে। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৪৬ জন। এছাড়াও চিকিৎসা নিয়ে করোনামুক্ত হওয়ার পর ফুসফুসে ইনফেকশনসহ পরবর্তী শারীরিক জটিলতার কারণে চিকিৎসাধীন রয়েছেন ৭০ জন।

তিনি আরও জানান, রবিবার রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ভাইরোলজি ল্যাব এবং রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মলিকুলার ল্যাবে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ৪৬৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজেটিভ এসেছে ১৩১ জনের। রামেক ভাইরোলজি ল্যাবে রাজশাহীর ১৮০ জনের নমুনায় ৫৬ জনের এবং চাঁপাইনবাবগঞ্জের ৯৪ জনের নমুনায় ৩১ জনের করোনা পজেটিভ এসেছে।

অন্যদিকে রামেক হাসপাতালের মলিকুলার ল্যাবে ১৮৮ জনের নমুনায় ৪৪ জনের করোনা পজেটিভ এসেছে। রাজশাহীতে সংক্রমণের হার দাঁড়িয়েছে ২৭.১৭ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জে সংক্রমণের হার দাঁড়িয়েছে ৩২.৯৮ শতাংশ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button