মির্জাগঞ্জে দুই বছরে শেষ হয়নি রাস্তা সংস্কারের কাজ

0
148

মোঃ রনি খান, মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধিঃ মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দাসের ডাঙা থেকে ময়দা পর্যন্ত দুই কিলোমিটার রাস্তা নির্মানে গাফিলতির কারনে দূর্ভোগে পড়েছে এলাকাবাসী সহ পথচারীরা। প্রায় ২ বছরে ও শেষ হইনি রাস্তা নির্মাণ কাজ।

বৃহস্পতিবার (২৯ জুলাই ) সরেজমিনে দেখা যায়, রাস্তায় কোন রকম ইটের খোয়া বিছিয়ে রেখেছে। রাখায় রাস্তার বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত ও খাদ।ফলে চলাচলে দূর্ভোগ পোহাতে হচ্ছে। এমনই বেহাল অবস্থার চিত্র।

উপজেলা এলজিইডি সূত্রে জানাযায়, ২০১৯-২০ অর্থ বছরে ১ কোটি ২০ লাখ টাকা ব্যায়ে কাজটি পায় বেতাগীর মের্সাস খান এন্টারপ্রাইজ।

স্থানীয় বাসিন্দা ও গাড়ি চালকরা বলেন, বৃষ্টি হলে ওই খাদ দিয়ে গাড়ি তো দূরের কথা হেটে চলার উপায় থাকে না। গাড়ি চালকরা ওই খাদের উপর নিজেদের উদ্যোগে কাঠ দিয়ে পুল করে চলছে। রাস্তাটি অল্প সময়ের মধ্যে নির্মান কাজ শেষ করার দাবি জানাই।

মের্সাস খান এন্টারপ্রাইজের মালিক মোঃ খলিলুর রহমান বলেন, বর্ষা মৌসুমের পরেই রাস্তাটির নির্মান কাজ শেষ করা হবে।
উপজেলা প্রকৌশলী শেখ আজিম উর রশিদ জানান, কাজটি শেষ করার জন্য ঠিকাদারকে বারবার তাগিদ দেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে কাজ শেষ না করলে তাদের দরপত্র বাতিল করে দেওয়া হবে।