খুলনায় শোকাবহ আগস্টে মাসব্যাপী কর্মসূচীর উদ্বোধনী ঘোষণা
আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : কালো পতাকা উত্তোলণ, কালো ব্যাজ ধারণ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে শোকাবহ আগস্টের মাসব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেছে খুলনা মহানগর আওয়ামী লীগ। ১ আগষ্ঠ রবিবার সকাল সাড়ে ৭টায় খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা দলীয় কার্যালয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন।
অনুরুপভাবে একই সাথে খালিশপুর, দৌলতপুর, খানজাহান আলী থানা আওয়ামী লীগ সভাপতি যথাক্রমে একেএম সানাউল্লাহ নান্নু, শেখ সৈয়দ আলী ও শেখ আবিদ হোসেন এবং সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার, শহীদুল ইসলাম বন্দ ও এস এম আনিছুর রহমান স্ব স্ব থানায় ভার্চুয়্যালী এ কর্মসূচী মহানগরের সাথে একযোগে শুরু করেন।
এসময়ে মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগস্ট আওয়ামী লীগের অস্তিত্ব রক্ষার মাস। সকল বাধা পেরিয়ে শোকাবহ আগস্টের কর্মসূচীর মধ্যদিয়ে দলকে সুসংগঠিত করতে হবে। একই সাথে করোনা ক্ষতিগ্রস্থদের পাশে থেকে মানবিক কার্যক্রম পরিচালনা করতে হবে। মনে রাখতে হবে আওয়ামী লীগ তৃণমূল মানুষের সংগঠন।
সুতরাং তৃণমূলের মানুষ যখন ক্ষতিগ্রস্থের সম্মুখীন হবে তখনই আওয়ামী লীগ কর্মীরা ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াবে। এটাই বঙ্গবন্ধুর আদর্শের মূলমন্ত্র। সুতরাং বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে মহামারী করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে শোকাবহ আগস্টের কর্মসূচী পালন করতে হবে।
এসময়ে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, জেলা আওয়ামী লীগের নেতা মো. জামিল খান, মহানগর যুবলীগের আহবায়ক মো. সফিকুর রহমান পলাশ, মো. হাবিবুর রহমান দুলাল, আলমগীর মল্লিক, মো. শহীদুল হাসান, যুবনেতা অভিজিৎ চক্রবর্তী দেবু, অভিজিৎ পাল, ইয়াসির আরাফাত, জহির আব্বাস, আব্দুল কাদির সৈকত, নিশাত ফেরদৌস অনি, এম এ হাসান সবুজ, রুম্মান আহমেদ, ওমর কামাল, মুক্তাজিরুল ইসলাম সোহাগসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।