দেশজুড়ে

সস্ত্রীক করোনায় আক্রান্ত ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা

মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খান ও তার সহধর্মিণী ডা. মৌসুমী তানিয়া করোনায় আক্রান্ত হয়েছেন।

বর্তমানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও তার সহধর্মিণী ডা. মৌসুমী তানিয়া ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

এর আগে শনিবার সকালে ঈশ্বরগঞ্জ হাসপতালের চিকিৎসক ডা.মৌসুমী খান তানিয়া এন্টিজেন টেস্টে পজিটিভ আসেন। দুপুর বেলায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(UH&FPO) ডা.নূরুল হুদা খানও নমুনা দেন এবং তিনিও আক্রান্ত জানতে পারেন।

রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল-রোগ নিয়ন্ত্রন(MODC) অফিসার ডা. হাছিবুল হাসান সনেট জানান, ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খান স্যার করোনা ভাইরাস সংক্রমণ শুরু থেকেই নিয়মিতভাবে করোনা সংক্রমণ রোধে উপজেলার জনগুরুত্বপূর্ণ স্থান, হাট-বাজারসহ বিভিন্ন গ্রামে ঘুরে নিজ কর্মপরিধির চেয়েও বেশি কাজ করে মানুষকে সচেতন ও সেবা দিয়ে আসছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খান জানিয়েছেন, ঈশ্বরগঞ্জ হাসপাতালে তার নিজস্ব কোয়ার্টারে আইসোলেশন আছেন তিনি। ১ জানুয়ারি ২০২০ ঈশ্বরগঞ্জ উপজেলায় যোগদানের পর থেকে হাসপাতালের কোয়ার্টারে সপরিবারে তৃতীয় শ্রেনীর একটি আবাসন সত্ত্বেও থাকেন তিনি,বিগত সতেরো বছরে যা বিরল। আমরা তার পরিবারের রোগমুক্তি ও তাদের একমাত্র শিশু সন্তান দৃকের শুভকামনা করি

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button