আন্তর্জাতিক

জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের প্রেসিডেন্সির দায়িত্বে ভারত

দশমবারের মতো জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের প্রেসিডেন্সির পদ পেলো ভারত। চলতি আগস্ট মাসের জন্য আজ রবিবার (১ আগস্ট) থেকে দায়িত্ব গ্রহণ করেছে দেশটি। খবর প্রকাশ করেছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, এর আগে মোট নয় বার নিরাপত্তা কাউন্সিলের প্রেসিডেন্সির দায়িত্ব পালন করেছিল ভারত। ১৯৫০ সালের জুন, ১৯৬৭ সালের সেপ্টেম্বর, ১৯৭২ সালের ডিসেম্বর, ১৯৭৭ সালের অক্টোবর, ১৯৮৫ সালের ফেব্রুয়ারি, ১৯৯১ সালের অক্টোবর, ১৯৯২ সালের ডিসেম্বর, ২০১১ সালের আগস্ট ও ২০১২ সালের নভেম্বর মাসে তারা এই পদে ছিল। এদিকে, জুলাইয়ে সফলভাবে প্রেসিডেন্সির দায়িত্ব পালনের জন্য ফ্রান্সকে ধন্যবাদ জানিয়েছে ভারত।

এক ভিডিও বার্তায় জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত টিএস তিরুমূর্তি বলেন, আগস্টে প্রেসিডেন্সির দায়িত্ব পালনকালে ভারত তিনটি উচ্চ পর্যায়ের সভার আয়োজন করবে। সেগুলোতে আমাদের অগ্রাধিকার ক্ষেত্র বিশেষ করে সমুদ্র নিরাপত্তা, শান্তিরক্ষা এবং সন্ত্রাস দমনের দিকে মনোনিবেশ করা হবে। শান্তিরক্ষীদের স্মরণে ভারত একটি গৌরবময় অনুষ্ঠানেরও আয়োজন করবে, যোগ করেন তিনি।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button