বীরমুক্তিযোদ্ধা নরেন্দ্র নাথ বিশ্বাস চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর সাহায্য কামনা


মোঃ আফজাল হোসেন ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি: বীর মুক্তিযোদ্ধা নরেন্দ্র নাথ বিশ্বাস (৭২) বাঁচতে চায়। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ডাকে নিজের জীবন তুচ্ছ করে অস্ত্র হাতে বর্বর পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেন বীর মুক্তিযোদ্ধা নরেন্দ্র নাথ বিশ্বাস।
নরেন্দ্র নাথ বিশ্বাস দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের কৈবর্তপাড়া গ্রামের মৃত কৃষ্ণ চরণ বিশ্বাসের পুত্র । ক্যান্সার আক্রান্ত ছাড়াও প্যারালাইস ও অন্ধ হওয়ার কারণে চোখ দিয়ে আর দেখতে পাচ্ছে না। এই দরিদ্র বীর মুক্তিযোদ্ধা অর্থাভাবে অসহায় পরিবার তার চিকিৎসার ব্যয়ভার বহণ করতে পারছে না। তার ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় অথবা ভারতে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন।
বর্তমানে কৈবর্তপাড়া গ্রামের নিজ বাড়িতে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে বীর মুক্তিযোদ্ধা নরেন্দ্র নাথ বিশ্বাস দিনাতিপাত করছেন। তিনি পুনরায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন। পাশাপাশি তিনি দেশের হৃদয়বান মানুষের কাছেও সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা দিনাজপুর জেলার পার্বতীপুর সোনালী ব্যাংক, পার্বতীপুর শাখায় তার সঞ্চয়ী হিসাব নং-১৮২১০২৬০০১৭২৪ এবং মোবাইল বিকাশ নং- ০১৭১৪-৩৮৩৩৪৮।