দেশজুড়ে

সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি

হঠাৎ করেই যমুনা নদীর পানি বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জের সদরে ৫ সেন্টিমিটার ও কাজিপুর পয়েন্টে ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। আগামী ৪/৫ দিন পানি বাড়া অব্যাহত থাকবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

রোববার (১ আগষ্ট) সকালে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ হার্ডপয়েন্ট এলাকায় রেকর্ড করা হয় ১১ দশমিক ৪৯ সেন্টিমিটার। ২৪ ঘণ্টায় ৫ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৮৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে কাজিপুর পয়েন্টে রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ সেন্টিমিটার। ২৪ ঘণ্টায় ৩ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ২২৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেন, প্রায় দুই সপ্তাহ ধরে কমতে থাকার পর হঠাৎ করেই আবার বাড়তে শুরু করেছে যমুনার পানি। আগামী ৪/৫ দিন পানি বাড়া অব্যাহত থাকবে। তবে বন্যার শঙ্কা নেই।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button