দেশজুড়ে

মুন্সীগঞ্জে প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামি আটক

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামি মাে. স্বপন ফকির (৩২) নামে ১ জনকে কে গ্রেফতার করেছে গজারিয়া থানা পুলিশ। শুক্রবার (৩০শে জুলাই) রাত ১০টার দিকে তাকে তার নিজ গ্রাম থেকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে শনিবার (৩১শে জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

তথ্য সুত্রে জানা যায়, গত ১০ জুলাই (শনিবার) দুপুরে ইমামপুর ইউনিয়নের মল্লিকেরচর গ্রামে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে বসত ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে স্বপন ফকির। পরে বুদ্ধি প্রতিবন্ধী নারীর শারীরিক চালচলন পরিবর্তন দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদে ভুক্তভোগী ওই নারী ঘটনার বিবরণ দেয়। পরে এ ঘটনায় ভুক্তভোগী নারীর ছোট ভাই গত শুক্রবার (৩০শে জুলাই) সকালে মাে. স্বপন ফকিরের নামে ধর্ষণ মামলা দায়ের করে।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো রইছ উদ্দিন জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার রাত ১০ টার সময় তাকে তার নিজ গ্রাম থেকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়। উল্লেখ্য, আটক মাে. স্বপন ফকির একই গ্রামের মাে. আমির আলীর ছেলে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button