দেশজুড়ে

মুন্সীগঞ্জে ১ কেজি গাঁজাসহ আটক-২

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ১ কেজি গাঁজাসহ নূর হোসেন মাদবর (৫৮) ও মো. আল-আমিন হালদার (৩৩) নামে ২ জন মাদক কারবারি কে আটক করেছে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ। শনিবার (৩১শে জুলাই) দুপুর পৌনে ২ টার সময় টঙ্গীবাড়ি উপজেলার পুরা বাজারের বাইতুর মামুর জামে মসজিদ এর সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

তথ্য সুত্রে জানা যায়, শনিবার দুপরে পৌনে ২ টার সময় গোপন সংবাদের ভিওিতে টঙ্গীবাড়ি উপজেলার পুরা বাজারের বাইতুর মামুর মসজিদের পাঁকা রাস্তার উপর থেকে নূর হোসেন মাদবর ও মো. আল-আমিন হালদার নামে ২ জন মাদক কারবারি কে আটক করা হয়।

এ বিষয়ে মুন্সীগঞ্জ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ (পিপিএম) জানান, আসামিদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা রুজ করা হয়েছে।

উল্লেখ্য, আসামী মো. আল-আমিন হালদার এর বিরুদ্ধে মাদারীপুর এর শিবচর থানায় ০১ টি মাদক মামলা রয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button