দেশজুড়ে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে রবিববার সকাল থেকে যানবাহনের চাপ বেড়েছে। এতে করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে মহাসড়কের টাঙ্গাইলে রাবনা বাইপাস পর্যন্ত ২০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গগামী লেনে যানজটের সৃষ্টি হলেও ঢাকামুখী লেনে কোনো যানজট নেই।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মহাসড়কে সকাল থেকে যানবাহনের প্রচুর চাপ রয়েছে। এর আগে রাতে মহাসড়কের বিভিন্ন পয়েন্ট গাড়ি বিকল হয়ে যায়। গাড়িগুলো সরিয়ে নিতে কিছুটা সময় লাগে। এ সময় মহাসড়কে যানজট বেধে যায়।

এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে ফাড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে যানজট কমে আসবে। বর্তমানে মহাসড়কে কোথাও কোথাও ধীরগতি রয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button