রাজশাহী মেডিকেলে আরও ১৮ জনের মৃ’ত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে আরও মারা গেছেন ১৮ জন। শনিবার (৩১ জুলাই) সকাল ৮টা থেকে রোববার (১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময় কোভিড ইউনিটে তারা মারা যান। মৃতদের মধ্যে রয়েছেন রাজশাহীর ৬ জন, নাটোরের ৪ জন, পাবনা ও নওগাঁর ৩ জন করে এবং কুষ্টিয়া ও চাঁপাইনবাবগঞ্জের ১ জন। এরমধ্যে করোনায় মারা গেছেন ৬ জন এবং উপসর্গ নিয়ে মারা গেয়েছেন ১২ জন।
এনিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও এর উপসর্গ নিয়ে ৬২তম দিনে মোট ৯১৬ জনের মৃত্যু হলো। এসব নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ৪২৮ জনের আর করোনা শনাক্ত হয়েছে ১৪০ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩২.৭১%।
এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দফায় দফায় ওয়ার্ড ও শয্যা সংখ্যা বাড়ানোর পরও উপচে পড়ছে রোগীর সংখ্যা। এখানে করোনা ইউনিটে ২০টি আইসিইউসহ শয্যা সংখ্যা রয়েছে ৫১৩টি এরমধ্যে রোগী ভর্তি রয়েছে ৪১৮ জন আর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫৩ জন।