জাতীয় অধ্যাপক এম আর খানের জন্মদিন আজ
স্বাধীনতা পদকপ্রাপ্ত জাতীয় অধ্যাপক ও বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম আর খানের জন্মদিন আজ। তিনি ১৯২৮ সালের আজকের এই দিনে সাতক্ষীরা শহরের উপকণ্ঠে রসুলপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
এম আর খান নামে তিনি পরিচিত হলেও তার পুরো নাম মোহাম্মদ রফি খান। বাবা-মা ও প্রতিবেশি সকলের কাছে ‘খোকা’ নামে বেশি পরিচিত ছিলেন তিনি।
এম আর খান শিশুবন্ধু হিসেবে বেশি পরিচিত। শিশু চিকিৎসার ওপর তিনি অনেক বইও লিখেছেন, যা মেডিকেল কলেজের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ১৯৯৫ সালে সরকার এম আর খানকে জাতীয় অধ্যাপক পদে ভূষিত করে। চিকিৎসা বিজ্ঞানে অবদানের স্বীকৃতিস্বরূপ বরেণ্য এই চিকিৎসককে ২০০৯ সালে একুশে পদক ও চলতি বছর স্বাধীনতা পদক দেওয়া হয়। এ ছাড়া শিশুস্বাস্থ্য ও সমাজসেবায় অনন্য অবদানের জন্য সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা তাকে সম্মাননা ও পদক প্রদান করে।
২০১৬ সালের ৫ নভেম্বর, ৮৮ বছর বয়সে বাংলাদেশের প্রথিতযশা অধ্যাপক, চিকিৎসক ও শিশুবিশেষজ্ঞ এম আর খান ইন্তেকাল করেন।