উল্লাপাড়ায় পুলিশের কাজে বাঁধা, যুবক আটক
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: শনিবার বিকেলে উরøাপাড়ার চাকসা গ্রামে একটি মামলা তদন্তকালে সুমন (৩২) নামের এক যুবক উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক আসাদের উপর আক্রমন করলে পুলিশ তাকে আটক করে।
এ ঘটনায় আসাদ এবং তার সঙ্গে থাকা এক পুলিশ সদস্যও আহত হন। আটক সুমন উপজেলার চাকসা গ্রামের আইনুল হক সরকার ( আন্ডুর) ছেলে।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক আসাদ জানান, তিনি এক পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে উপজেলার চাকসা গ্রামে একটি গোলযোগের ঘটনা তদন্তের সময় কথিত সুমন আর্কষিকভাবে তার উপর চড়াও হন। এ সময় সুমন আসাদের সার্টের কলার ধরে পোষাক ছিড়ে ফেলেন। সঙ্গী পুলিশ সদস্য ঠেকাতে গেলে ঐ যুবক তার উপরেও আক্রমন চালায়। ঘটনায় আসাদ ও পুলিশ সদস্য আহত হন।
এ সময় আক্রমনকারী সুমনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এব্যাপারে আসাদ বাদী হয়ে আটক সুমনের বিরুদ্ধে পুলিশের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ এনে মামলা দায়ের করেন।