দেশজুড়ে

উল্লাপাড়ায় পুলিশের কাজে বাঁধা,  যুবক আটক

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: শনিবার বিকেলে উরøাপাড়ার চাকসা গ্রামে একটি মামলা তদন্তকালে সুমন (৩২) নামের এক যুবক উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক আসাদের উপর আক্রমন করলে পুলিশ তাকে আটক করে।

এ ঘটনায় আসাদ এবং তার সঙ্গে থাকা এক পুলিশ সদস্যও আহত হন। আটক সুমন উপজেলার চাকসা গ্রামের আইনুল হক সরকার ( আন্ডুর) ছেলে।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক আসাদ জানান, তিনি এক পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে উপজেলার চাকসা গ্রামে একটি গোলযোগের ঘটনা তদন্তের সময় কথিত সুমন আর্কষিকভাবে তার উপর চড়াও হন। এ সময় সুমন আসাদের সার্টের কলার ধরে পোষাক ছিড়ে ফেলেন। সঙ্গী পুলিশ সদস্য ঠেকাতে গেলে ঐ যুবক তার উপরেও আক্রমন চালায়। ঘটনায় আসাদ ও পুলিশ সদস্য আহত হন।

এ সময় আক্রমনকারী সুমনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এব্যাপারে আসাদ বাদী হয়ে আটক সুমনের বিরুদ্ধে পুলিশের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ এনে মামলা দায়ের করেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button